
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আব্দুল মোত্তালেব শেখের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর ফারুক জুবায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামসুল ইসলাম, যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, জামায়াত নেতা আবু জাফর, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কামরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল্লাহ ইবনে সাঈদ সজল, ছাত্র প্রতিনিধি ইশরাত জাহান এশা, শেখ রিয়াদ প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্য নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, দুর্নীতি রাষ্ট্র ও সমাজকে দুর্বল করে দেয়। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে প্রত্যেক নাগরিকের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষা, সততা, ন্যায়পরায়ণতা এবং জবাবদিহিতার চর্চা বাড়াতে পরিবার, শিক্ষা–প্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারা আরও বলেন, দুর্নীতি প্রতিরোধে যুবসমাজকে সচেতন ও সক্রিয় হতে হবে। সততার মূল্যবোধ ছড়িয়ে দিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান বক্তারা।