মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট রাণীগঞ্জ বাজার এলাকায় বিশোর্ধ ১০ জন ছেলে শীতে কাঁপছিলো। শীত মোকাবেলায় প্রয়োজনীয় গরম কাপড় নেই তাঁদের শরীরে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার সিংড়া ইউনিয়ন পরিষদে ওই ১০ জন বাক প্রতিবন্ধীকে খুঁজে নিয়ে এসে শীতবস্ত্র দিয়ে সহযোগিতা করেছেন চেয়ারম্যান সাজ্জাদ হোসেন।
নতুন সোয়েটার নিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে দশ বাক প্রতিবন্ধী। বাকশক্তি না থাকলেও চোখে মুখে দেখা গেছে উচ্ছ্বাস। হাতের ইশারাতে বোঝানোর চেষ্টা করতে দেখা গেছে তাঁদের অনুভূতি।
রাসেল,ফরিদ,আজিজুর,কবিরুল, নূর ইসলাম,মনির, হাসানুর,রহমান,মাসুদ মালেক এরা সবাই বাক প্রতিবন্ধী। সবাই আবার বন্ধু। দিনে যে যার মত ঘুরাঘুরি করলেও সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সকলে থাকে একত্রে। শীতের তীব্রতার সাথে ঘন কুয়াশা এবং হিমেল হাওয়ার কারণে এসব নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। মানবিক উদ্যোগ বা শীতবস্ত্র বিতরণে ভাটা পড়ায় তাদের কষ্ট আরও বেড়েছে।
এদিকে ব্যক্তিগতভাবে এ ধরনের মানবিক উদ্যোগকে
সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
উপজেলা সিংড়া ইউনিয়ন চেয়ারম্যান সাজ্জাদ হোসেন জানান, এঁরা সমাজের সবচেয়ে অবহেলিত মানুষ। এদেরকে দেখে রাখা আমার দায়িত্ব। সমাজে এরা যাতে বোঝা না হয় সেদিকটা আমরা খেয়াল রাখবো এবং আগামীতে কি ভাবে এদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেকাজ করবো ইনশাআল্লাহ।