ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার গরুহাটা বাজারে ‘রমনী জুয়েলার্স’ নামের একটি স্বর্ণের দোকানে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। দোকান মালিক মোঃ হাবিবুর রহমান মিলন শনিবার (২৬ এপ্রিল) ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৫ এপ্রিল) রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাসায় ফিরে যান মিলন। পরদিন শনিবার দুপুর ১টার দিকে পার্শ্ববর্তী দোকানদার মোঃ জুনাইদ ও আজিজুল হক মোবাইল ফোনে তাকে জানান, তার দোকানে চুরি হয়েছে। সংবাদ পেয়ে মিলন দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, তার দোকানের পাশে অবস্থিত বাসার টিনের বেড়া কেটে চোরেরা ভেতরে ঢুকে সিলিং ভেঙে দোকানের ভেতরে প্রবেশ করেছে।
চোরেরা দোকানের কাউন্টার ভেঙে প্রায় ৩ ভরি ৭ আনা স্বর্ণালংকার, ৩৫ ভরি নতুন চান্দি রুপার গহনা, ৫০ ভরি পুরাতন রূপা এবং ক্যাশ ড্রয়ারে থাকা নগদ দুই লাখ টাকা নিয়ে যায়। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ ৭১ হাজার টাকা বলে জানিয়েছেন দোকান মালিক।
ঘটনার পরপরই স্থানীয় বাজার কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেফতার করা যায়নি।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.উবাদুর রহমান(ওসি ) জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে সন্দেহ বাজন -দুজনকে জিজ্ঞাসাবাদ এর জন্য থানায় এনেছি তদন্ত শুরু হয়েছে। চোরদের শনাক্ত করতে পুলিশের পাশাপাশি বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের সহযোগিতা চাওয়া হয়েছে। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, সম্প্রতি বাজার এলাকায় চুরির ঘটনা বেড়ে গেছে। তারা বাজারের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
এদিকে, এই চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। সাধারণ ব্যবসায়ীরা নিজেদের দোকানের নিরাপত্তা বাড়াতে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ অতিরিক্ত প্রহরী নিয়োগের চিন্তা করছেন