কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
কেন্দ্রীয় কর্মসূচির শেষ দিনে নাটোরের সিংড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দাউদার মাহমুদের আয়োজনে আজ রবিবার বেলা ১২টার দিকে সিংড়া গরুহাটি থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কোর্ট মাঠে এসে শেষ হয়। পরে কোর্ট মাঠের মুক্তমঞ্চে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন দাউদার মাহমুদ।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat