সাব্বির মির্জা,(তাড়াশ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার শিলংদহ গ্রামে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকাকে অনশনে দেখা গিয়েছে। বুধবার রাত ৮টার দিকে এ রিপোর্ট লেখার সময় প্রেমিকের বাড়িতে অবস্থান করছিলেন প্রেমিকা।
এর আগে বুধবার রাত ৮টা থেকে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের শিলংদহ গ্রামের মজিবর রহমানের ছেলে প্রেমিক রুহুল আমিনের বাড়িতে অনশন শুরু করেন ওই প্রেমিকা।
তরুণী জানান, তাড়াশ পৌর শহরের গার্মেন্টসের দোকান থেকে রুহুল আমিনের সঙ্গে পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। ইতোমধ্যে তাদের ৭ বছর ধরে প্রেমের সম্পর্ক তৈরি হয়। কিন্তু রুহুল আমিনের পরিবার মেনে না নেওয়ায় অনশন শুরু করেছেন প্রেমিকা। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে রুহুল আমিন বিভিন্ন জায়গায় নিয়ে যান এবং রাত্রিযাপন করেন। বিষয়টি জানাজানি হলে রুহুল আমিন সম্পর্ক অস্বীকার করে যোগাযোগ বন্ধ করে দেন। এদিকে প্রেমিকা আসার পর রুহুল আমিন বাড়ি থেকে পালিয়েছেন।
তবে রুহুল আমিনের মোবাইল বন্ধ থাকায় বক্তব্য না মিললেও তার বাবা মজিবর রহমান বলেন,‘আমার ছেলের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা। আমার ছেলেকে ব্ল্যাকমেইল করে এই মেয়ে প্রেমের নাটক সাজানো হয়েছে। এই মেয়ের আগেও অন্য ছেলের সাথে বিয়ে হয়েছিল। এটা তাদের একটা ব্যবসা।
স্থানীয়রা জানান 'শুনেছি মেয়েটির সঙ্গে রুহুল আমিনের প্রেমের সম্পর্ক ছিল। আগেও সে একবার এ বাড়িতে এসেছিল। আজও অবস্থান করতে দেখেছি।
এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো জিয়াউর রহমান বলেন, বিষয়টি শুনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat