সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভায় বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) রাতে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কনফারেন্স রুমে এই প্রস্তুতি সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
জেলা বিএনপির সহ সভাপতি মোঃ মকবুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুজ্জামান পাপ্পু, নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি অমর কৃষ্ণদাস, ডাক্তার আবদুল লতিফ, রকিবুল হাসান রতন আবদুল কাদের, জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া সেলিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক ও মিডিয়া সেলের আহবায়ক প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলম, লিয়াকত আলী খান, মাজেদুল হক তালুকদার রতন, মিলন ইসলাম খান, সাংগঠনিক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামান, আলমগীর আলম, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহ দপ্তর সম্পাদক সাংবাদিক শেখ মোহাম্মদ এনামুল হক, শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন তালুকদার, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলামিন খান ও সাধারণ সম্পাদক মোঃ মোরাদুজ্জামান মুরাদ।
সভায় ১লা সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইতিহাস,ঐতিহ্য,আন্দোলন সংগ্রামের বিজয়গাঁথার গৌরবময় ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পালন করা জন্য অর্থ কমিটি, শৃঙ্খলা কমিটি, মিডিয়া কমিটি সহ বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat