দৃশ্যপট ডেস্ক:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের কার্যালয়।
৬ আগস্ট প্রধান নির্বাচন কমিশনার বরাবর পাঠানো ওই চিঠিতে রোজা শুরুর আগে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য সব প্রস্তুতি গ্রহণে অনুরোধ জানানো হয়। মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া স্বাক্ষরিত চিঠিতে নির্বাচনে সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহারের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
৫ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা উল্লেখ করে বলেন, “আগামী নির্বাচন যেন আনন্দঘন ও স্মরণীয় হয়, সে লক্ষ্যে প্রস্তুতি নিতে হবে।”
এ চিঠির মাধ্যমে নির্বাচন আয়োজনে সরকারের আনুষ্ঠানিক অনুরোধ সম্পন্ন হলো বলে জানায় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat