রিয়াজুল হক সাগর, রংপুর:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের দুই বোন স্নিগ্ধা রানী (২৪) ও পূর্ণিমা রানী (১৮) গত ১৬ সেপ্টেম্বর থেকে নিখোঁজ রয়েছেন। স্নিগ্ধা কুড়িগ্রাম সরকারি কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং পূর্ণিমা দ্বাদশ শ্রেণির ছাত্রী। ওইদিন তারা কলেজের উদ্দেশে বের হলেও আর ফেরেননি।
তাদের বাবা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শৈলেন্দ্র নাথ বর্মন রাজারহাট থানায় সাধারণ ডায়েরি করেছেন। পরিবার বলছে, মোবাইল নম্বরগুলো বন্ধ পাওয়া যাচ্ছে, ফলে তারা চরম উৎকণ্ঠায় রয়েছেন।
এদিকে, লালমনিরহাট জজ কোর্টের আইনজীবী রাশেদুল ইসলাম রনি দাবি করেছেন, দুই বোন এফিডেভিটের মাধ্যমে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং নাম পরিবর্তনের উদ্যোগও নিয়েছেন। তবে পরিবার এ বিষয়ে কিছুই জানে না।
পুলিশ সূত্রে জানা যায়, সর্বশেষ লোকেশন অনুযায়ী কুড়িগ্রামের নাগেশ্বরীতে অভিযান চালানো হলেও তাদের খুঁজে পাওয়া যায়নি। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, নিখোঁজ দুই বোনের সন্ধানে তথ্যপ্রযুক্তিসহ সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat