দৃশ্যপট ডেস্ক:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার প্রতিটি হাট-বাজার,চায়ের দোকান ও হোটেল গুলোতে ঝুলছে বাহারি রঙের লাল, কালোসহ প্রিন্ট কাপড় ও চোটের পর্দা।
সরজমিন ঘুরে দেখা গেছে উপজেলার চান্দাইকোনা বাজার, রায়গঞ্জ বাজার, ভূঁইয়াগাতী বাস স্ট্যান্ড, শালিয়াগাড়ী বাজার, নিমগাছী বাজারসহ প্রতিটি ছোট ছোট চায়ের দোকানে গিয়ে দেখা যায় দিবালোকে পর্দার আড়ালে চলছে চা,পান,বিড়ি, সিগারেটসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য গ্রহণের দৃশ্য।
এ বিষয়ে দোকান মালিকদের সাথে কথা বলতে চাইলে তারা অনেকেই বলেন, পেটের দায়ে এভাবে রমজানে পর্দা টাঙিয়ে ব্যবসা করছেন। এভাবে ব্যবসা না করলে সংসার চলবে না।
এ ব্যাপারে পর্দার আড়ালে খাদ্যদ্রব্য খাওয়া ব্যক্তিদের নিকট জানতে চাইলে,তারা এবিষয়ে কথা বলতে নারাজ। প্রশাসনিকভাবে বিষয়গুলোতে নজর দেয়া জরুরি বলে মনে করেন আলেম সমাজ ও সচেতন মহলের লোকজন।
রমজানে এভাবে দোকান খোলা রাখা নিয়ে রয়েছে মিশ্রপ্রতিক্রিয়া। ক্রেতা-বিক্রেতা ছাড়াও সাধারণ পথচারীদের সঙ্গেও কথা বললে , তারা বলেছেন, পবিত্র মাসে রোজা না রাখার মতো কাজে উৎসাহিত হয়, এমন কাজ না করাই বাঞ্চনীয়। যা করতে হবে জনমানুষের আড়ালে।
এবিষয়ে জানতে চাইলে উপজেলার নিমগাছী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা মো.রফিকুল ইসলাম বলেন, কোরআন ও হাদিসে এসেছে , ‘তোমরা যাবতীয় অশ্লীল কাজ ও পানাহার থেকে নিজেকে বিরত রাখো।’ এ মাসে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম ব্যক্তির ওপর সাওম পালন ফরজ। কিন্তু অসুস্থ, গর্ভবতী, ডায়াবেটিক রোগী,মুসাফির ও ঋতুবতী নারীদের ক্ষেত্রে তা শিথিল করা হয়েছে। রোজা বা সাওম হলো সুবহে সাদিক থেকে সুর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার এবং (স্বামী-স্ত্রীর ক্ষেত্রে) যৌনসংগম থেকে বিরত থাকা। এ মাসে মুসলিমগণ অধিক ইবাদত করে থাকেন। কারণ অন্য মাসের তুলনায় এ মাসে ইবাদতের সওয়াব বহুগুণে বাড়িয়ে দেয়া হয়েছে ।
রমজান মাস হলো রহমত, মাগফিরাত ও নাজাতের মাস।এ মাসে কুরআন নাজিল হয়েছিল, যে রাতকে আল্লাহ তাআলা কুরআনে হাজার মাস অপেক্ষা উত্তম বলেছেন। পবিত্র ধর্ম ইসলামে রোজা ভঙ্গকারীর জন্য শাস্তির কথা উল্লেখ রয়েছে। তবে যদি কেউ রোগাক্রান্ত ব্যক্তি(অর্থাৎ যিনি রোজা রাখতে অক্ষম),মুসাফির ব্যক্তির কাছে খাবার বিক্রি ও খাওয়ানোর জন্য দোকানে পর্দা ব্যবহার করে তাহলে তা জায়েয। আর যদি রোজা রাখতে সক্ষম ব্যক্তি (অর্থাৎ যাদের উপর রোজা ফরজ) এমন ব্যক্তিদের জন্য খাবার, তৈরি, বিক্রি ও খাবারের জন্য পর্দা ব্যবহার করা সম্পূর্ণ হারাম।