রিয়াজুল হক সাগর, রংপুর:
৪ আগস্ট ২০২৫ রংপুর মহানগরীর হারাগাছ থানাধীন এলাকায় দস্যুতা মামলায় লুণ্ঠিত একটি অটোরিক্সা উদ্ধার করেছে পুলিশ।
গত ২৫ আগস্ট ২০২৫ ইং বিকাল আনুমানিক ৩টার সময় হারাগাছ থানাধীন কাচু আলুটারী এলাকায় অটোরিক্সা চালক মোঃ শামছুল আলম (৫২) দস্যুদের কবলে পড়েন। আসামি আশিকুল ইসলাম (৩৫), পিতা মফেল উদ্দিন, গ্রাম উদয় নারায়ন মাছহাড়ী (বালাপাড়া), থানা হারাগাছসহ অজ্ঞাতনামা ৪/৫ জন ওই চালকের অটোরিক্সা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী আদালতে অভিযোগ দায়ের করলে হারাগাছ থানায় মামলা (নং-০১, তাং-০৩/০৯/২০২৫ ইং, ধারা-৩৪১/৩৯৪/৩৪ পেনাল কোড) রুজু করা হয়। মামলার তদন্তভার পান এসআই (নিঃ) মনিষ সরকার।
পরবর্তীতে ডিসি ক্রাইমের নির্দেশনায় ও ওসি হারাগাছ থানার তত্ত্বাবধানে এসআই (নিঃ) মনিষ সরকার, কনস্টেবল জাহিদুল ইসলাম এবং মোবাইল ডিউটি টিমের সহযোগিতায় অভিযান চালানো হয়। গত ৪ সেপ্টেম্বর ২০২৫ ইং মাহিগঞ্জ থানাধীন সাতমাথা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় লুণ্ঠিত অটোরিক্সাটি উদ্ধার করা হয়।
মামলার আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তবে অটোরিক্সাটি উদ্ধার হওয়ায় ভুক্তভোগী চালক স্বস্তি ফিরে পেয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat