নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গায় হাটিকুমরুল হাইওয়ে পুলিশের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ( ৯ এপ্রিল) হাটিকুমরুল হাইওয়ে থানার সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতারের আগ মুহূর্তে গাড়ির মালিক, চালক, হেলপার, বাস যাত্রী, রিকশা চালক ও সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ইফতার বিতরণ করেন হাইওয়ে পুলিশের ডি,আই,জি আতিকা ইসলাম, হাইওয়ে বগুড়া রিজিয়নের পুলিশ সুপার হাবিবুর রহমান, হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এম এ ওয়াদুদ,হাটিকুমরুল হাইওয়ে থানার টি আই মনিরুল ইসলামসহ পুলিশের কর্মকর্তা ও আনছার ব্যাটিলিয়নের ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat