নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের হাটিকুমরুলে ঢাকা-বগুড়া মহাসড়কে বালুবাহী ট্রাককে পেছন থেকে ধাক্কা দেওয়ায় এস.আর. পরিবহনের একটি যাত্রীবাহী বাসের অন্তত ৭ যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ২টার দিকে সলঙ্গা থানার অন্তর্গত রাধানগর মসজিদের সামনে সেতুর ওপর এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঢাকাগামী দ্রুতগামী এস.আর. পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বালুবাহী ট্রাককে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের মধ্যে চিৎকার-চেঁচামেচি শুরু হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ সদস্যরা। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়।
হাটিকুমরুলের এই অংশে দ্রুতগতির যানবাহনের কারণে প্রায়শই এমন দুর্ঘটনা ঘটে ।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করি। বাস ও ট্রাক দুটিকেই হেফাজতে নেওয়া হয়েছে, এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।”
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat