মো. জাকির হোসাইন,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার আওয়াধীন মহাসড়কের নিরাপত্তা নিশ্চিতকল্পে পিক-আপ সিএনজি,অটোরিকশা মালিক ও শ্রমিকদের সাথে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় হাটিকুমরুলের ট্রাক ও কাভার্ড ভ্যান স্ট্যান্ডে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন।
এসময় তিনি, মহাসড়কের শৃঙ্খলা রক্ষায় নানা দিকনির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরেন।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংক লড়ি মালিক সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন, পিকাপ মালিক সমিতির সাধারণ সম্পাদক মানিক মিয়া, জেলা ট্রাক ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের হাটিকুমরুল শাখার সহ সাধারণ সম্পাদক মো. রঞ্জু আলম শেখ, হাটিকুমরুল পিকআপ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা রাজু আহমেদ ও মজনু মিয়াসহ পরিবহন শ্রমিকেরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat