মাইদুল ইসলাম,গাইবান্ধা জেলা প্রতিনিধি:
মহান স্বাধীনতা অর্জনের ৫৪তম বর্ষে গাইবান্ধায় কয়েকজন শিশু ব্যতিক্রমী সাজে ভ্যানে করে ঘুরে বেড়াতে দেখা গেছে। তারা শরীরে কাঁদা মেখে হাতে কলা গাছের তৈরি সাদৃশ্য মুক্তিযুদ্ধের বন্দুক নিয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
কথা হয় ভ্যানে থাকা এক শিশুর সাথে, ভাই দেশে যখন যুদ্ধ হয়েছিল! তখন আমাদের দেশের মুক্তিযোদ্ধারা অনেক কষ্ট করে দেশ স্বাধীন করেছে। তাদের সেই কষ্টের চিত্র তুলে ধরতে আমাদের এই ব্যতিক্রমধর্মী সাজ।
শিশু-কিশোরদের বাসা গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায়। তারা নিজ এলাকা থেকে গাইবান্ধা জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে ভ্যানে করে ঘুরে বেড়ায়। তাদের দেখে কেউ কেউ ছবি তুলছে আবার কেউ টাকা দিয়ে খুশী করছে।
সচেতন মহল বলছেন, স্বাধীনতার চেতনা মানুষের মাঝে এক আলাদা অনুভূতির নাড়া দেয়। শিশুদের এই ব্যতিক্রমী সাজ স্বাধীনতার চেতনা বাঙ্গালী র হৃদয়ে এক আলাদা অনুভূতির প্রকাশ ঘটায়।
গাইবান্ধার বিশিষ্ট কবি ও সাহিত্যিক সোহেল রানা বলেন, স্বাধীনতার চিত্র তুলে ধরে শিশুকিশোরদের চিত্রটি সত্যিই প্রশংসনীয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat