সিরাজগঞ্জ প্রতিনিধি:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, “একটা দেশের স্বাধীনতা একবারই হয়। ১৯৭১ সালে আমরা যে যুদ্ধ করেছি, তা-ই আমাদের দিয়েছে মানচিত্র, পতাকা ও সংবিধান। এরপর আর নতুন করে বাংলাদেশ জন্ম নেয়নি, বরং ৫ আগস্টের গণঅভ্যুত্থানে বাংলাদেশ রাহুমুক্ত হয়েছিল।”
বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের ইবি রোডে জেলা বিএনপির আয়োজনে 'জুলাই-আগস্টের শহীদদের স্মরণে' আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, “দেশ এখন চরম রাজনৈতিক সংকটে রয়েছে। যতদিন পর্যন্ত জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হবে, ততদিন ষড়যন্ত্র চলতেই থাকবে। একমাত্র সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই দেশের স্থিতিশীলতা ফিরতে পারে।”
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “কেউ কেউ সংস্কারের কথা বলেন। অথচ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই ছিলেন প্রকৃত সংস্কারক। বিএনপি আগেই ২৭ ও ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। আমরা সবার মতামত গ্রহণে আগ্রহী, কিন্তু তার মানে এই নয় যে অযৌক্তিক শর্তে নির্বাচন বন্ধ থাকবে।”
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, “৭১-এ সবাই একত্র হয়ে যুদ্ধ করেছিল, তখন কোনো দল বড় ছিল না। কিন্তু স্বাধীনতার পর মুক্তিযুদ্ধকে দলীয়করণ করে ফেলা হয়েছে। রক্ষীবাহিনী দিয়ে জনগণকে দমন করা হয়েছিল, সিরাজগঞ্জসহ বহু জায়গায় নির্মম নির্যাতন চালানো হয়েছিল।”
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। আরও বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, জেলা বিএনপির সহসভাপতি মকবুল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat