নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরে স্ত্রী তালাক দেওয়ায় দুধ দিয়ে গোসল করেছেন শাকিল মন্ডল(৩২) নামের একজন এক চা দোকানি।
রবিবার(২৯ জুন) দুপুর ১টার দিকে নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকার প্রায় এক মণ দুধ দিয়ে গোসল করেন তিনি। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,শাকিল মন্ডল উপজেলার পূর্ব মাধনগর গ্রামের মৃত আলাল মন্ডলের ছেলে ও মাধনগর বাজারের একজন চা দোকানি। শাকিল মন্ডল ভালবেসে একই এলাকার আঙ্গুরী নামের এক তরুণীকে বিয়ে করেন। তার ১৪ বছরের সংসারে অশান্তির কারনে চলতি মাসের ১ তারিখে আঙ্গুরি তাকে তালাক দেন।
স্থানীয় এলাকাবাসী,মান্নান সরদার,সোহাব মন্ডল,ইউনুচ প্রামানিক,মুক্তা হোসেন বলেন,এ ধরনের আচরণ এলাকায় বিরল,আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই শাকিলের মানসিক অবস্থার প্রতি সহানুভূতি প্রকাশ করছেন। বউ,শাশুরির নির্যাতনের কারনে সে আজ একমণ দুধ দিয়ে প্রকাশ্যে গোসল করেছে।
শাকিল মন্ডল জানান,আমি আঙ্গুরিকে ভালোবেসেই বিয়ে করেছি। সংসার করছিলাম অনেক স্বপ্ন নিয়ে। কখনো ভাবিনি সে আমাকে ছেড়ে দিবে। কিন্তু হঠাৎ করেই সে ডিভোর্স আমাকে ডিভোর্স দিয়েছে।
জনগনের উদেশ্যে শাকিল মন্ডল বলেন,আপনারা বিয়ে করার আগে,পাত্রীর মায়ের সম্পর্কে খোঁজ খবর নিয়ে বিয়ে করবেন।
মনের যন্ত্রণা আর কষ্ট সইতে না পেরে দুধ দিয়ে গোসল করেছি।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat