নাটোর জেলা প্রতিনিধি:
নাটোর জেলার কাফুরিয়া ইউনিয়নের মোহনপুর গ্রামে ২৬ জুন রাতে ঘটে এক হৃদয়বিদারক ও মধ্যযুগীয় কায়দার নিষ্ঠুর ঘটনা। হালিমা ও শাহনাজ নামের দুই নিরীহ নারীকে পূর্ববিরোধের জেরে গরম পানি ও মরিচের গুঁড়া মিশিয়ে শরীরে ঢেলে দেওয়া হয়। একইসঙ্গে তাদের মাথায় আঘাত করে মারাত্মকভাবে আহত করে একদল দুর্বৃত্ত।
ঘটনার অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে এবং জড়িত ছয়জনকে আটক করে। পরে আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেনাবাহিনীর এ দ্রুত ও কঠোর পদক্ষেপে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।
আহত দুই নারীর মধ্যে একজন ইতোমধ্যে শারীরিকভাবে কিছুটা সেরে উঠলেও, অপরজনের অবস্থা ছিল আশঙ্কাজনক। তার শরীরের বিস্তীর্ণ অংশ ঝলসে যায় এবং উন্নত চিকিৎসার প্রয়োজন হয়। পরিবার জানায়, এ পর্যন্ত তার চিকিৎসার পেছনে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা ব্যয় হয়েছে, যা তাদের পক্ষে বহন করা কষ্টকর হয়ে পড়েছিল।
বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দৃষ্টিগোচর হলে তিনি সরাসরি উদ্যোগ নেন। তাঁর মানবিক নির্দেশনায়, গুরুতর আহত ঐ নারীর উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় এবং তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বাংলাদেশ সেনাবাহিনী বহন করছে।
সেনাবাহিনীর এই মানবিক সহায়তা শুধু আহত নারী ও তার পরিবারের নয়, পুরো এলাকার মানুষের হৃদয়ে গভীর প্রশংসা কুড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই উদার ও দায়িত্বশীল ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন এবং এ ধরনের মানবিক দৃষ্টান্ত ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat