শাহ আলম সরকার, উল্লাপাড়া:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দৈনিক করতোয়া পত্রিকার শ্রেষ্ঠ উপজেলা প্রতিনিধি নজরুল ইসলামকে সংবর্ধনা দেন উপজেলার নবীন ও প্রবীণ সাংবাদিকবৃন্দ ।
শনিবার দুপুরে স্হানীয় আইডিয়াল স্কুল প্রাঙ্গণে দৈনিক সমকাল প্রতিনিধি কল্যাণ ভৌমিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক জনাব মোঃ শামীম হাসান, আরো বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি এ আর জাহাঙ্গীর, আমাদের সময় এর প্রতিনিধি আব্দুস সাত্তার, দৈনিক মানবজমিন এর রাজু আহমেদ সাহান,দৈনিক কালের কন্ঠের এ আর রাজু, জনতার সংগ্রাম সম্পাদক রিয়াজুল ইসলাম সবুজ, দৈনিক নববাণি পত্রিকার হাফিজুর রহমান বাবলু, দৈনিক দিনকাল এর সাহেব আলী, দৈনিক ভোরের কাগজ এর মমতাজ হাসান রিটু,এশিয়া টিভি'র আল-আমিনসহ প্রমুখ । এছারাও বিভিন্ন সুধীজনদের সাথে উপস্হিত ছিলেন স্হানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার অসংখ্য সাংবাদিকবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি অঞ্চলের উন্নয়ন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং সমাজকে সঠিক তথ্য প্রদান এসবই নির্ভর করে দায়িত্বশীল সাংবাদিকতার ওপর। তাই নবীন সাংবাদিকদের সঠিক দিকনির্দেশনা দিতে প্রবীণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকতার স্বচ্ছতা, বস্তুনিষ্ঠতা ও পেশাগত নীতি মানতে সকলকে একযোগে কাজ করে যেতে হবে । বক্তারা আরো বলেন, নজরুল ইসলাম এর মতো সন্মাননা পেতে সবাইকে সত্য ও ন্যায়ের পক্ষে সাহসিকতার সাথে কাজ করে যেতে হবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat