প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৭, ২০২৫, ১২:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২৫, ১১:১৩ পি.এম
সুযোগ সন্ধানী ব্যক্তিকে সদস্য না করার আহ্বান এ জেড এম জাহিদ হোসেনের

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
সুযোগ সন্ধানী কাউকে বিএনপির সদস্য ফরম না দেওয়ার আহবান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, যে লোকটি ১৭ বছর ধরে কষ্ট করেছেন, সেই লোকটিকে মূল্যায়ন করবেন, কোন অবস্থাতেই সুযোগ সন্ধানীকে নয়।
সোমবার (৩০ জুন) দুপুর ১টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিএনপির নতুন সদস্য সংগ্রহের ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জাহিদ হোসেন।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিএনপিকে যারা বিভিন্ন ভাবে মিলাইন করার চেষ্টা করেন, তাঁদের কে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে বিএনপি জনগণের দল। বিএনপিকে হালকা একটু ধাক্কা দিয়ে সরিয়ে দিবেন! এর আগে অনেকে অনেক ভাবে চেষ্টা করেছেন, কেউ পারেনাই। কারণ বিএনপির জন্ম হচ্ছে জনগণের মাঝে। বিএনপিকে ১৭ বছর চেষ্টা করা হয়েছে। বিএনপির নেতাকর্মীকে শেষ করে দেওয়ার জন্য গুম, হত্যা, নির্যাতন, ভূয়া মামলা,মিথ্যা মামলা কিছুতেই বিএনপিকে দমানো যায় নাই। আর আজকে যারা কেউ কেউ মব জাস্টিস বা কিছু কিছু অন্যায় করে চিন্তা করেন,এভাবেই বুঝি সব কিছু করা যাবে, তাদের জন্য সুস্পষ্ট ভাষায় বলতে চাই, শহীদ জিয়ার আদর্শে গড়া সৈনিকেরা অত্যান্ত ডিসিপ্লিন,বেগম জিয়ার রাজনীতিকে যারা বিশ্বাস করে তাঁরা নীতিতে আপোষহীন আর জনাব তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, গণতন্ত্রের পুনরুদ্ধারের নেতা, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার নেতা। তাঁর নির্দেশের অপেক্ষায় বিএনপির কর্মী বাহিনী যে কোন ষড়যন্ত্র মোকাবেলার ক্ষমতা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের আছে। দেশের সার্বভৌমত্ব সর্বোপরি দেশের মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবে আর বিএনপির নেতাকর্মীরা চুপচাপ ঘরে বসে থাকবে সেই দিবা স্বপ্ন, দিবা স্বপ্নই থেকে যাবে।
তিনি আরও বলেন, যত দ্রুততার সাথে জনগণের মনের ভাষা বুঝতে পেরে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততম সময়ে তাঁদের ঘোষিত ফেব্রুয়ারির মধ্যে যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, আমরা বিশ্বাস করতে চাই এবং বিশ্বাস রাখতে চাই তাঁরা তাঁদের সেই ঘোষণা বাস্তবায়ন করবেন এবং দেশের মানুষ তাঁদের হারানো অধিকার ফেরত পাবে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, সুশাসনের বাতাস বইবে। আগামীর বাংলাদেশ হবে আগামী প্রজন্মের জন্য একটি সত্যিকার অর্থের সুন্দর আবাস যোগ্য বাংলাদেশ।
উপজেলা ও পৌর বিএনপির এর অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী। এটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন।
জাহিদ হোসেন বলেন, নতুন সদস্য এবং সদস্য নবায়ন, এটি সঠিকভাবে করবেন। এতে আপনার দল সঠিক ভাবে চলবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat