দৃশ্যপট ডেস্ক:
সিরাজগঞ্জে এক অভিযানে যমুনা সেতু পশ্চিম থানা এলাকা হতে ৯২ কেজি গাঁজাসহ দুই জন মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার ও একটি টি ট্রাক জব্দ করেছে র্যাব-১২,সদর কোম্পানি সিরাজগঞ্জ।
শুক্রবার ( ১১ এপ্রিল) সন্ধ্যায় সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা এলাকা হতে গাঁজাসহ দুই জন ব্যাবসায়ী ও একটি ট্রাক জব্দ করেছে।
বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
র্যাবের নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় এবং র্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় গত শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৬.২০ ঘটিকায় র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন যমুনা সেতুর পশ্চিম গোলচত্বরে পাঁকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯২ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা গাঁজা পরিবহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি ট্রাক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, মো. আব্দুল বাছির (২০), পিতাঃ মো. দুরুল হুদা, সাং-কালিগঞ্জ বউ বাজার, পোঃ বিনোদপুর, থানাঃ শিবগঞ্জ, জেলাঃ চাঁপাইনবাবগঞ্জ, মো. রিপন আলী (৩২) (ড্রাইভার), পিতাঃ মো. গোলম মর্তুজা, সাং চামাগ্রাম, পোঃ বারোঘরিয়া, থানাঃ সদর চাঁপাইনবাবগঞ্জ, জেলাঃ চাঁপাইনবাবগঞ্জ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা ট্রাক যোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করে আসছিল।
শনিবার (১২এপ্রিল) সকালে মো. উসমান গণি,সিনিয়র সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার র্যাব-১২, সিরাজগঞ্জ।এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat