সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে সাত কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (০২ আগস্ট) বিকেল ৫টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সদানন্দপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন এর দিকনির্দেশনা এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ একরামুল হোসাইন, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ নাজমুল হক, বিপিএম-এর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযানে সদানন্দপুর গ্রামের মিয়াবাড়ী মার্কেটের সামনে পাকা রাস্তার পাশে অবস্থানরত দুইজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। আটককৃতরা হলেন— মো.জামিনুর রহমান (৪৮), ও মো. মজিবর রহমান (৫৮)। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat