নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ৭৫ গ্রাম হেরোইনসহ মোছা. লুনা বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে র্যাব -১২ সদস্যরা।
২২ সেপ্টেম্বর (সোমবার) ভোররোতে রাজশাহী-ঢাকা মহাসড়কে জেলার সলঙ্গা থানার রামারচর রয়্যাল রূপালী হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ অভিযান চালানো হয়।
আটক লুনা বেগম রাজশাহী জেলার দামকুড়া থানার মুড়ালীপুর গ্রামের পিয়ারুল ইসলামের মেয়ে।
দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যারব-১২ সদর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, আটক লুনা বেগম দীর্ঘদিন ধরে হেরোইন কেনাবেচা করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেন।
এ ঘটনায় সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat