বিশেষ প্রতিনিধি:
সিরাজগঞ্জে দোস্ত এইডের উদ্যোগে ৫'শত অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর উপজেলার রিভারভিউ আইডিয়াল ডিগ্রী কলেজ মাঠে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
প্রতিটি খাদ্য প্যাকেটে ছিল ২৫ কেজি চাল, ৫ লিটার ভোজ্যতেল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, লবণ ও নিত্যপ্রয়োজনীয় মশলা। প্রায় ৪৫ কেজি খাদ্য সামগ্রী সম্বলিত প্রতিটি প্যাকেট একটি পরিবারের কয়েক সপ্তাহের খাদ্য চাহিদা পূরণ করবে, যা সংকটময় সময়ে উপকারভোগীদের দীর্ঘমেয়াদি খাদ্য নিরাপত্তায় অবদান রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী।
দোস্ত এইডের প্রোজেক্ট ম্যানেজার আবুল কায়েসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর থানার সাব-ইন্সপেক্টর আবুল হাশেম খন্দকার, সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ, রিয়ারভিউ আইডিয়াল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তানজিমা সুলতানা, দোস্ত এইডের আইটি ম্যানেজার সম্রাট বাবর, মিডিয়া অফিসার সাজু আহমেদ, কর্মকর্তা নাজমুল হাসান ও আশরাফুল ইসলামসহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও অসংখ্য স্বেচ্ছাসেবক।
সভাপতির বক্তব্যে জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আমরা শুধুমাত্র সাময়িক সহায়তায় সীমাবদ্ধ নই। আমাদের লক্ষ্য হলো দরিদ্র জনগোষ্ঠীর জীবনমানের টেকসই পরিবর্তন। শিক্ষা, স্বাস্থ্য, টেকসই জীবিকা, বিশুদ্ধ পানি ও সামাজিক উন্নয়ন—সব খাতেই আমরা কাজ করছি। ইতোমধ্যে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি টিউবওয়েল ও অযুখানা স্থাপন, কর্মসংস্থান তৈরি, রিকশা বিতরণ, কোরবানি প্রকল্প, শীতবস্ত্র বিতরণ, বন্যা ত্রাণ, হুইলচেয়ার প্রদান, চক্ষু শিবির ও বিনামূল্যে ছানি অপারেশন, শিক্ষার্থীদের সাইকেল বিতরণসহ অসংখ্য প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেছে। ভবিষ্যতেও আমরা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে থেকে আমাদের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করব।”
খাদ্য সহায়তা গ্রহণ শেষে সুবিধাভোগীরা আনন্দ প্রকাশ করে বলেন, “এই সহায়তা আমাদের পরিবারকে বড় ধরনের সংকট থেকে রক্ষা করেছে। আমরা দোস্ত এইডের প্রতি কৃতজ্ঞ। আল্লাহ তাদের আরও শক্তি দিন, যেন তারা সবসময় অসহায় মানুষের পাশে থাকতে পারে।”
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat