নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ ২ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যা ব-১২ সদস্যরা।
২২ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যায় যমুনা সেতু পশ্চিম গোলচত্বরে পাঁকা রাস্তার উপর এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার দুর্গাপুর গ্রামের মৃত জানে আলমের ছেলে আলী নেওয়াজ খোকন (৫৬) ও নারায়নগঞ্জ সদর থানার ধর্মগঞ্জ এলাকার মৃত নিতাই চন্দ্র মন্ডলের ছেলে রিপন চন্দ্র মন্ডল (৫০)।
২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যা ব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের অপস অফিসার সহকারি পুলিশ সুপার মো. উসমান গণি।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১টি কাভার্ড ভ্যান, ২টি মোবাইল ফোন এবং নগদ ১৩শ টাকা জব্দ করা হয়।
তারা দীর্ঘদিন ধরে কাভার্ডভ্যানযোগে গাঁজা কেনাবেচা করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat