দৃশ্যপট ডেস্ক রিপোর্টঃ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২০ কেজি মাদকদ্রব্য গাঁজা ও একটি মিশুক গাড়ীসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)-এর নিবিড় তত্ত্বাবধান ও নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে বেলকুচি থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা ইন্সপেক্টর (তদন্ত) জহুরুল হক এবং এসআই (নিঃ) মোঃ শামছুল আলমসহ থানা পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে।
শনিবার (১৩ ডিসেম্বর) তারিখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেলকুচি থানাধীন ক্ষিদ্রমাটিয়া বেড়িবাঁধ সংলগ্ন সাবেক চেয়ারম্যান মোঃ ফরিদ উদ্দিনের বাড়ির সামনে পাকা সড়কে চেকপোস্ট বসানো হয়। সকাল আনুমানিক ৭টার দিকে একটি মিশুক গাড়ি তল্লাশি চালিয়ে উপস্থিত সাক্ষীদের সামনে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় মাদক কারবারি মোঃ শাহ আলম (২৩), পিতা—মোঃ পরস সরকার, সাং—রুপসি কান্দাপাড়া, থানা—এনায়েতপুর, জেলা—সিরাজগঞ্জকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও মিশুক গাড়িটি জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat