মাসুদ রানা. সিরাজগঞ্জ:
ক্রাফট ইনস্টাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি দেওয়ার রায়ের প্রতিবাদে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের করা সড়ক অবরোধ সেনাবাহিনী ও প্রশাসনের হস্তক্ষেপে প্রত্যাহার করে নিয়েছে সাধারন শিক্ষার্থীরা। অবরোধ প্রত্যাহারের পর যান চলাচল স্বাভাবিক হয়। এতে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।
ক্রাফট ইনস্টাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি দেওয়ার রায়ের প্রতিবাদে আজ বুধবার (১৬ এপ্রিল) সকাল থেকে পরীক্ষা বর্জন, বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ করে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারন শিক্ষার্থীরা। এতে শহরের মধ্যে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।
সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সেনাবাহিনীর সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পের পেট্রোল টিম, জেলা প্রশাসন ও পুলিশ। সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার ও সিরাজগঞ্জ সদর আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মারুফ আন্দোলনরত ছাত্রদের সঙ্গে কথা বলেন এবং ছাত্রদেরকে অস্বাস্ত করেন। পরে ছাত্ররা সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয়।
সিরাজগঞ্জ জেলা আর্মির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির বলেন, ছাত্রদের অবরোধ কর্মসূচির কারনে যাত্রীদের কিছুটা ভোগান্তি হয়েছিল। অবরোধ কর্মসূচির খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি টিম পাঠানো হয়।
সেখানে পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার ছিলেন। সেনা অফিসার ছাত্রদের সঙ্গে কথা বলেন। পরে ছাত্ররা রাস্তা বন্ধ কর্মসূচি প্রত্যার করেন।কর্মসূচিতে কোন ধরনের বিশৃঙ্খল ঘটনা হতে দেয়নি সেনাবাহিনী।