নিজস্ব প্রতিনিধি:
র্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জের একটি বিশেষ অভিযানে ২১০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট ) বিকেল সাড়ে পাঁচটার দিকে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন কালুপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অধিনায়ক র্যাব-১২ সিরাজগঞ্জের দিকনির্দেশনায় র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস দল তাড়াশ থানার কালুপাড়া এলাকার ডাক্তার ইউসুফ প্রামানিকের পুকুরপাড়ের দক্ষিণ পাশে অবস্থিত মিলন মেমোরিয়াল কোচিং সেন্টারের পিছনে অভিযান চালায়। এসময় ২১০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ বুলবুল হোসেন (৬২)। তিনি মৃত শুকাল উদ্দিন সরকারের ছেলে এবং তাড়াশ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের খুটিগাছা এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বুলবুল হোসেন স্বীকার করেছে যে তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তিনি সিরাজগঞ্জের তাড়াশ থানাসহ আশপাশের এলাকায় এবং দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন
দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার, সদর কোম্পানি, র্যাব-১২, সিরাজগঞ্জ।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে তাড়াশ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat