দৃশ্যপট ডেস্ক:
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) এর বিশেষ অভিযানে বিরল কষ্টি পাথরের তৈরি একটি মূল্যবান মূর্তি উদ্ধার করা হয়েছে। এ সময় আন্তর্জাতিক চোরাকারবারি চক্রের সঙ্গে জড়িত দুই পাচারকারীকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ সূত্রে জানা যায়, অধিনায়ক র্যাব-১২ এর নির্দেশনায় শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে সদর কোম্পানির একটি চৌকস দল উল্লাপাড়া থানার ৩ নং উধুনিয়া ইউনিয়নের পশ্চিম মহেশপুর গ্রামে অভিযান চালায়। পলাতক আসামি মিরাজ ফকিরের বসতঘরে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উদ্ধার হওয়া কষ্টি পাথরের তৈরি মূর্তিটির ওজন ৩১.৫৪০ কেজি, দৈর্ঘ্য ২৪ ইঞ্চি এবং প্রস্থ ১২ ইঞ্চি। প্রাচীন শিল্পকর্মটি বিরল সংগ্রহযোগ্য নিদর্শন হিসেবে চিহ্নিত বলে র্যাব জানায়।
গ্রেফতারকৃত দুই পাচারকারী হলেন,মো. শাহিন আলম (৩০), পিতা- মো. আলমাছ আলী, সাং- নওগাঁ (মধ্যপাড়া), থানা-তাড়াশ, জেলা-সিরাজগঞ্জ।
মো. আমিরুল ইসলাম (৪৫), পিতা-মৃত শফিজ উদ্দিন, সাং-শ্রীকৃষ্ণপুর (উত্তর পূর্ব পাড়া), থানা-তাড়াশ, জেলা-সিরাজগঞ্জ।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, উদ্ধারকৃত মূর্তিটি তারা বিদেশে পাচারের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
রোববার ( ২৪ আগস্ট) সকালে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন, অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ, কোম্পানি কমান্ডার, র্যাব-১২ সদর কোম্পানি সিরাজগঞ্জ।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat