দৃশ্যপট ডেস্ক:
সিরাজগঞ্জের কামারখন্দে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মো. সাদ্দাম হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১২ সদস্যরা। গ্রেপ্তারকৃত যুবক দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় গাঁজা কেনাবেচা করে আসছিল বলে র্যাব জানায়।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-রাজশাহী মহাসড়কে কামারখন্দের মধ্য ভদ্রঘাট কাশেমের মোড় এলাকায় এই অভিযান চালানো হয়। আটক সাদ্দাম নওগাঁ জেলার বদলগাছী উপজেলার চকমথুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
শুক্রবার দুপুরে র্যাব-১২ মিডিয়া অফিসার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভদ্রঘাট কাশেমের মোড় এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য গাঁজা কেনাবেচা করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat