নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের কামারখন্দ থানার ভদ্রাঘাট বাজার এলাকা থেকে র্যাব-১২ এর একটি বিশেষ অভিযানে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আবুল কামাল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
র্যাব-১২, সদর কোম্পানি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে (৮ জুলাই) রাত ১২টা ১৫ মিনিটের সময় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আবুল কামালের বাড়ি সিরাজগঞ্জ জেলার হোসেনপুর খলিফাপাড়া গ্রামে। তিনি মৃত চান্দু আলীর পুত্র।
এর আগে, ২২ ফেব্রুয়ারি ২০২০ খ্রিঃ তারিখে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ২৭ গ্রাম হেরোইনসহ তাকে আটক করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ৮(গ) ধারায় মামলা (নং-৬৫) দায়ের করা হয়। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা জজ আদালত-০১ কর্তৃক ১৫ এপ্রিল ২০২৫ খ্রিঃ তারিখে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
রায় ঘোষণার পর থেকেই আবুল কামাল দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন এবং পরিচয় গোপন করে পালিয়ে বেড়াচ্ছিলেন বলে র্যাব সূত্রে জানা গেছে।
র্যাব-১২, সদর কোম্পানির কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কামারখন্দ থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat