সিরাজগঞ্জ প্রতিনিধি:
ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানকে সামনে রেখে আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের মুজিব সড়কস্থ শ্রী শ্রী মহাপ্রভু আখড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সন্তোষ কুমার কানু’র সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক সাহার পরিচালনা অনুষ্ঠিত মতমতবিনিময় সভায় বক্তারা বলেন, ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানকে সামনে রেখে আমাদের বাংলাদেশের শারদীয় দুর্গা পূজা উদযাপন হয়ে থাকে। দুর্গা পূজা ২০২৫ সফল করতে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। দুর্গা মায়ের কাছে প্রার্থনা করবো দেশের মানুষের জন্য। প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি নিজেদের সেচ্ছাসেবী তৈরি করতে হবে।
মতবিনিময় সভায় জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ভিপি অমর কৃষ্ণ দাস, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা এ্যাড. রণজিৎ মন্ডল স্বপন, উপদেষ্টা এ্যাড. কল্যাণ কুমার সাহা, জেলা পূজা উদযাপন কমিটির সদস্য রাজ কুমার দাস রাসু, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিরাজগঞ্জ শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি হীরক গুন, কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সভাপতি বাবু জীবন বিশ্বাস, সিরাজগঞ্জ সদর পূজা উদযাপন পরিষদ এর সভাপতি বিজয় দত্ত অলক,সাধারণ সম্পাদক জনি সাহা, সাংগঠনিক সম্পাদক বিজয় বসাক, জেলা পূজা উদযাপন পরিষদের মহিলা বিষয়ক সম্পাদক দুলালী রানী সাহা, দপ্তর সম্পাদক সুন্টু গুন, কোষাধ্যক্ষ নিলয় পাল, সিরাজগঞ্জ শহর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রিংকু কুন্ডু, শহর কমিটির সদস্য জিৎ পালসহ সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat