নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের পৌর এলাকার চক কোবদাস পাড়া মহল্লায় পানিতে ডুবে জুনায়েদ (৮) নামের এক শিশু ছাত্রের মৃত্যু হয়েছে। শিশু জুনায়েদ চক কোবদাস পাড়ার আজিজুল হাকিম আবুল এর ছেলে ও স্থানীয় চক কোবদাস পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্র। শিশু জুনায়েদ এর চাচা সোহেল রানা জানান, রোববার (১৪জুলাই) বেলা ১২টার দিকে শিশু জুনায়েদ স্কুল থেকে এসে তার মাকে পা ধোয়ার কথা বলে বাড়ির পিছনে পুকুরে গিয়ে নামে। এসময় পা পিছলে পুকুরের গর্তের মধ্যে পড়ে যায়। পরে অনেক খোঁজখুজির পর শিশুটিকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ খবর পেয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নাছিম রেজা নুর দিপু শিশুটির বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের লোকজনকে সান্ত্বনা দেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat