দৃশ্যপট ডেস্ক:
সিরাজগঞ্জ সদর থানার সদানন্দপুর এলাকায় অভিযান চালিয়ে জাল নোট সাদৃশ্য ৪৮ হাজার ৫০০ টাকাসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব-১২, সদর কোম্পানি। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল, মোবাইল ফোন ও খাঁটি ৮ হাজার ৯৯০ টাকা জব্দ করা হয়।
র্যাব জানায়, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টা ২৫ মিনিটে অধিনায়ক র্যাব-১২ সিরাজগঞ্জের দিকনির্দেশনায় সদর কোম্পানির একটি আভিযানিক দল নাটোর-ঢাকা মহাসড়কের উত্তর পার্শ্বে শ্যামলী পরিবহন কাউন্টারের সামনে অভিযান চালায়। অভিযানে জাল নোট সাদৃশ্য বাংলাদেশী ১০০০ টাকার ২৯টি, ৫০০ টাকার ৩১টি ও ২০০ টাকার ২০টি নোট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম মো. রঞ্জু আহমেদ (৪০)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বড় হামকুড়িয়া গ্রামের মৃত আফের প্রামানিকের ছেলে। তার বিরুদ্ধে এর আগে জাল নোট কারবারের অভিযোগে মামলা রয়েছে বলে র্যাব জানিয়েছে।
র্যাব-১২ এর দেওয়া তথ্যে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে জাল টাকা নিজ হেফাজতে রেখে খাঁটি নোট হিসেবে বিভিন্ন এলাকায় লেনদেন করে আসছিলেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে র্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানির কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত রঞ্জুর বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat