মো: মাসুদ রানা. সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে ২০২৪ সালের জুলাই-অগাস্টে ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে শহীদ এম মুনসুর আলী অডিটরিয়ামে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালন করা হয়।
গণঅভ্যূত্থানের স্মরণ সভায় জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: ফারুখ হোসেন, লে. কর্নেল নাহিদ আল আমিন, জেলা বিএনপি’র সভাপতি রুমানা মাহমুদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা জামায়াতের সাধারন সম্পাদক জাহিদ হোসেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ খান হাসান, ছাত্র সমন্বয়ক জুবায়ের ঈশান, মুনতাসির মেহেদী প্রমূখ।
স্মরণসভার গণঅভ্যূত্থানে আহত ও শহীদের স্মরণ সভায় আন্দোলনে জেলায় আহত ও নিহত পরিবারের সদস্যরা ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নিহতদের বাবা-মা আন্দোলনের দিনগুলোর বিভীষিকার পাশাপাশি ছেলে হারানোর বেদনার কথাও তুলে ধরেন।
তারা ‘ফ্যসিস্ট’ শেখ হাসিনার বিচার দাবি করেন এবং দেশে আর যেন কোনো স্বৈরাচারী সরকারের আবির্ভাব না ঘটে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এ ছাড়া শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat