নিজস্ব প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের হাটিকুমরুলে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি কাভার্ডভ্যান উদ্ধার করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। এ সময় গাড়িটির চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়। অভিযানে ৭৫ গ্রাম শুকনো গাঁজাও জব্দ করা হয়েছে।
গত শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা–পাবনা মহাসড়কের হাটিকুমরুল এলাকায় এ অভিযান পরিচালিত হয়। হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মো. বাদশা আলম সঙ্গীয় ফোর্সসহ জরুরি দিবাকালীন মোবাইল ডিউটিতে থাকাকালে অফিসার ইনচার্জের মাধ্যমে ৯৯৯ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানা সূত্রে জানা যায়, গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকা থেকে চুরি হওয়া একটি কাভার্ডভ্যান (রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো-ট-১১-৬১৮০) যমুনা সেতু অতিক্রম করে হাটিকুমরুল গোলচত্বরের দিকে অগ্রসর হচ্ছে—এমন সংবাদের পর ঢাকা–পাবনা মহাসড়কের পাবনা বাসস্ট্যান্ড মোড়ে চেকপোস্ট স্থাপন করা হয়।
পরবর্তীতে রাত আনুমানিক ৭টা ২০ মিনিটে চেকপোস্টে বেরিকেড দিয়ে কাভার্ডভ্যানটি আটক করা হয়। এ সময় গাড়ির চালক মো. আসাদুজ্জামান শাহেদ (৩০), পিতা—আবুল বাশার বাদশা, সাং—কিসমত নোয়াপাড়া, থানা কোতোয়ালী, জেলা যশোর এবং হেলপার মো. হৃদয় হোসেন (২২), পিতা—মো. হযরত আলী, সাং—আঙ্গারপাড়া, থানা ঝিকরগাছা, জেলা যশোরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর দেহ তল্লাশির একপর্যায়ে হেলপার হৃদয় হোসেনের কাছে থাকা একটি কালো স্কুল ব্যাগ থেকে খবরের কাগজে মোড়ানো অবস্থায় ৭৫ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে রাত ৭টা ৪৫ মিনিটে উদ্ধারকৃত গাঁজা আলামত হিসেবে জব্দ করা হয়।
উদ্ধারকৃত কাভার্ডভ্যানটির মালিক এস এম তরিকুল হাসান (পিতা—মৃত এস এম জামাল উদ্দিন), হাউজ নং–৮২, রোড–১৮, সেক্টর–১৪, উত্তরা, ঢাকা—কে বিষয়টি অবহিত করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat