দৃশ্যপট ডেস্ক:
সিরাজগঞ্জ সদর উপজেলায় মহাসড়কে অভিযান চালিয়ে ২হাজার ৯৮০টি ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রেতা দুই তরুণকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা।
শুক্রবার (১৫ আগস্ট) সকাল পৌণে ১১টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ি ওভারপাসের নিচে এ অভিযান চালানো হয়েছে। আটক মাদক বিক্রেতারা হলেন, সদর উপজেলার ঠাকুরটেক বনবাড়িয়া আটাখোলা এলাকার ওয়াজকরনি শেখের ছেলে আকাশ শেখ (১৮) ও পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লার শরিফ উদ্দিনের ছেলে আসিফ হোসেন (১৯)।
বিকেলে র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, মুলিবাড়ি ওভার পাসের নীচে র্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস দল মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় পাকা রাস্তার মাঝে ভ্যানগাড়ী থেকে ২৯৮০ পিস ইয়াবাসহ ওই দুই তরুণকে আটক করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে পরস্পর যোগসাজশে সিরাজগঞ্জ জেলার সদর থানা ও তার আশপাশ এলাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে কেনাবেচা করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat