কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় বাড়ির পাশের একটি খালে মাছ ধরতে গিয়ে আলী হোসেন (২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় পৌরসভার ২ নং ওয়ার্ড উত্তর দমদমার খালে এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন পুর্ব দমদমার আবু তালেবের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে পাড়ার ছেলেদের সাথে বাড়ির পাশের খালে মাছ ধরতে নামেন আলী। মাছ ধরতে পানিতে ডুব দিলে নিখোঁজ হন তিনি। এর পর খোঁজা খুঁজির এক পর্যায়ে কচুরী পানায় তার লাশ ভেসে উঠলে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পর কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।
এ ঘটনায় স্থানীয়দের ধারনা মাছ ধরার উদ্দেশ্যে পানিতে ডুব দেওয়ার পর অবাঞ্জিত কচুরী পানায় আটকে দম বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat