কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
আজ ১লা মে আন্তর্জাতিক মে দিবস। এ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে দিবসটি পালন করেছে নাটোরের সিংড়ার বিভিন্ন শ্রমিক সংগঠন।
বৃহস্পতিবার (১লা মে) বেলা ১১টায় উপজেলা ও পৌর শ্রমিক দলের আয়োজনে একটি বিশাল র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর বাস টার্মিনালে সমাবেশ করে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী দাউদার মাহমুদ।
উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ওমর ফারুক সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব তায়েজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব আব্দুল মালেক, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবু, পৌর যুবদলের আহ্বায়ক এডভোকেট নাজমুল হক, সদস্য সচিব আমিনুল হক, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহিদুল ইসলাম সবুজ।
সভা পরিচালনা করেন পৌর শ্রমিক দলের আহ্বায়ক ফরহাদ আলী ও সদস্য সচিব ইউসুফ আলী সরদার।
এসময় মরণোত্তর তিন সদস্যের পরিবারকে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে নগদ টাকা প্রদান করা হয়।
অপরদিকে বিএনপির অপর একটি গ্রুপ মে দিবসের র্যালি শেষে সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ চত্বরে সমাবেশ করে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন, শারফুল ইসলাম বুলবুল, সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, বজলার রহমান বাচ্চু, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন মিন্টু প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat