প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৫, ৮:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২৪, ৯:৩৪ এ.এম
সিংড়ায় চায়না দুয়ারি জাল ধ্বংস

কাবিল উদ্দিন কাফি, সিংড়া(নাটোর) প্রতিনিধি:
চলনবিল বিধৌত নাটোরের সিংড়ার চলনবিলের মা মাছ ও পোনামাছ সহ জীববৈচিত্র্য রক্ষার্থে ভ্রাম্যমান অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ফেলেছে সিংড়া উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা।
বুধবার (৩০ অক্টবর) বিকেলে চলনবিলের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
সিংড়া উপজেলা মৎস কর্মকর্তা জানান , চলনবিলের বিভিন্ন স্থান থেকে ৪টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত ৮০ মিটার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
তিনি আরও জানান, চায়না দুয়ারি জাল দিয়ে দেশীয় মাছ ধ্বংস করে দিচ্ছে অসাধু জেলেরা। অভিযানের খবর পেয়েই পালিয়ে যায় জেলেরা। দেশীয় মাছ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. গোলাম রব্বানী সরদার ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat