কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে ইসলামী আন্দোলন সিংড়া উপজেলা শাখার উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) উপজেলা কোর্ট মসজিদে বিশেষ আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে বিশাল এ শোভাযাত্রাটি বের হয়ে শুকাশ, ডাহিয়া, ইটালি, চৌগ্রাম, ছাতারদিঘী ও রামানন্দ খাজুরা ইউনিয়নে জনসংযোগ করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম এর নেতৃত্বে তিন শতাধিক মোটরসাইকেল এ শোভাযাত্রায় অংশ নেয়।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সেক্রেটারী শাহ্ মোস্তফা সেলিম, পৌর শাখার সভাপতি মাওলানা সোহাইল হোসেন, উপজেলা যুব আন্দোলনের সভাপতি মোঃ আরিফুল ইসলাম, উপজেলা মুজাহিদ কমিটির নেতা মাওলানা মাজহারুল ইসলাম ছদরসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat