প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৫, ৬:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৪, ৬:৩৩ পি.এম
সিংড়ায় ইউনিয়ন পর্যায়ে শিক্ষক ও অভিভাবক সমাবেশ

কাবিল উদ্দিন কাফি , সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়া উপজেলার ইউনিয়ন পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে শির্ক্ষাথীদের উপস্থিতি, শিক্ষার মান উন্নয়ন, শির্ক্ষাথীদের শিস্টাচার বিষয়ে অভিভাবকদের সচেতন করা ও শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙখলা রর্ক্ষাথে শিক্ষক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রববার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ইটালী স্কুল মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ২নং ডাহিয়া ও ৩নং ইটালী ইউনিয়নের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও অভিভাবদের নিয়ে এ সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে দিক নির্দেশনামুলক আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আলী আশরাফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবুরুশত মতিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক, অভিভাবক জুলহাজ কায়েম, মোস্তাফিজুর রহমান বকুল প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat