রিয়াজুল হক সাগর, রংপুর:
রংপুর: সাহিত্য, সংস্কৃতিক ও সামাজিক সংগঠন ‘ফিরেদেখা’-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন তাপস মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাকিল মাসুদ।
গতকাল সন্ধ্যায় রংপুরের আইডিয়া পাঠাগারে অনুষ্ঠিত সংগঠনের ৩৭৩তম সভায় নির্বাচন কমিটির প্রধান নার্গিস আক্তার বানু ঝর্না এ কমিটির ঘোষণা দেন। নতুন কমিটির মেয়াদ তিন বছর।
কমিটির অন্যান্য পদে রয়েছেন সহ-সভাপতি মো. আব্দুর রশীদ, সহ-সাধারণ সম্পাদক কাইয়ুম খান, সাহিত্য সম্পাদক মো. বাবুল সরকার, সহ-সাহিত্য সম্পাদক শিপুন আখতার শিপু, অর্থ সম্পাদক মো. কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল আমিন ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক নীল রতন সরকার, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম আবির, প্রচার সম্পাদক লাবনী ইয়াসমিন লুনি এবং সোশ্যাল মিডিয়া সম্পাদক ফারহানা হাসান বিথী। কার্যকরী সদস্য হিসেবে আছেন ড. শাহ সুলতান তালুকদার, খম আলী সম্রাট, মো. ফেরদৌস মাহমুদ নোমান, ইসমত আরা, মোশাররফ হোসেন ও মো. শাহবুদ্দিন প্রমুখ।
উপদেষ্টা পরিষদে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন, সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সুশান্ত চন্দ্র খান, সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা কালী রঞ্জন বর্মন, লেখক ও সংগঠক মনোয়ারা বেগম, ইতিহাস গবেষক রেজাউল করিম মুকুল, আমেরিকা প্রবাসী কবি ও কথাসাহিত্যিক সিনথিয়া খান, কথাসাহিত্যিক ও গবেষক নূরুননবী শান্ত, কথাসাহিত্যিক ও কবি রানা মাসুদ, লেখক মো. আব্দুর রাজ্জাক এবং কথাসাহিত্যিক ও সাবেক ডিজিএম (অগ্রণী ব্যাংক) নার্গিস আক্তার বানু।
উল্লেখ্য, এর আগে ৩৭২তম সভায় কমিটি গঠনের জন্য নার্গিস আক্তার বানু ঝর্নাকে প্রধান করে একটি নির্বাচন কমিটি গঠন করা হয়। নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় ৩৭৩তম সভায় সর্বসম্মতভাবে প্রস্তাবিত কমিটি অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটি পরবর্তী মননপাঠের আসর থেকে কার্যকর হবে। তবে এর আনুষ্ঠানিক অভিষেক আগামী ২৪ অক্টোবর যুগপূর্তী অনুষ্ঠানে অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat