সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার গট্টি হাই স্কুল মাঠে মরহুম কে এম ওবায়দুর রহমান ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়া প্রেমি জনতার উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নূরুউদ্দিন মাতুব্বর। সঞ্চালনার দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ডা. শামসুদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডা. শাহআলম, ইউনুস মোল্লা, নুর আলম, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক খায়রুজ্জামান, গট্টি ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. বকুল মোল্লা, আনছার আলী মাতুব্বর,কালা মিয়া, মাকছুদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়া অনুরাগীরা।
উদ্বোধনী খেলায় ফরিদপুর ফুটবল একাদশ বনাম গোপালগঞ্জ ফুটবল একাদশ মুখোমুখি হয়। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ফরিদপুর একাদশ ১-০ গোলে গোপালগঞ্জ একাদশকে পরাজিত করে টুর্নামেন্টে শুভ সূচনা করে।
উল্লেখ্য, জাতীয় নেতা মরহুম কে এম ওবায়দুর রহমানের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর এ টুর্নামেন্ট আয়োজন করা হয়। আয়োজকরা জানান, টুর্নামেন্টে জেলার বিভিন্ন উপজেলার ৮টি দল অংশ নিচ্ছে এবং পরবর্তী রাউন্ডগুলোতে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করতে পারবে দর্শকরা।
এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে গঠনমূলক পথে এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন আয়োজক ও অতিথিরা।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat