সাজ্জাদ হোসেন,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর গ্রামে ক্যারম খেলা নিয়ে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে চারটি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে রামকান্তপুর বাজারে ক্যারম খেলা নিয়ে ওসমান তালুকদার পক্ষের রাকিব ও কুদ্দুস তালুকদার পক্ষের লায়েক নামে দুই তরুণের মধ্যে মারামারি হয়। পরে পুলিশ গিয়ে ক্যারম বোর্ডটি জব্দ করে থানায় নিয়ে যায়। তবে এ ঘটনার জেরে গ্রামে উত্তেজনা বিরাজ করছিল।
সোমবার সকালে রামকান্তপুর গ্রামের এক চায়ের দোকানে উভয় পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে দুই পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঢাল, কাতরা, টেটা, সড়কি, ভেলা ও ইট-পাটকেল নিয়ে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত অন্তত ১০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ সময় সংঘর্ষকারীরা চারটি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat