সিরাজগঞ্জ প্রতিনিধি :
সাবেক প্রধান বিচারপতি এবি এম খায়রুল হককে গ্রেপ্তার ও বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিরাজগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ২টায় জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আইনজীবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন মন্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি এডভোকেট রফিক সরকার, সাবেক সভাপতি ইসমাইল হোসেন হাসু, জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এডভোকেট ইন্দ্রজিৎ সাহা, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট হামিদুল ইসলাম দুলাল, এপিপি হুমায়ুন কবির কর্নেল প্রমুখ।
বক্তরা বলেন, সাবেক প্রধান বিচারপতি এবি এম খায়রুল হক দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংস করেছে। তিনি ন্যায়বিচার না করে বিচার বিভাগকে ধ্বংস করেছে। নিষ্পত্তি ইস্যু তত্বাবধায়ক সরকার বাতিল করে অবৈধ ক্ষমতা দখলের পথ তৈরি করে দিয়েছেন। নিরপেক্ষ নির্বাচন হলে হাসিনা ক্ষমতায় আসতে পারবেনা জেনে খায়রুল হক তত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দিয়েছেন। বিভিন্ন আদালতে খায়রুল হকের দোসর রয়েছে। তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিন দিচ্ছে। তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat