প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৫, ৭:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২৪, ৬:২৩ পি.এম
সাদুল্লাপুরে এলজিইডি ইন্জিনিয়ারের নেতৃত্বে তীব্র বৃষ্টিতে রাস্তার সিসি ঢালাই

মাইদুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
রবিবার (৩০জুন) সকাল থেকে সারা দেশে বৈরী আবহাওয়ার কারনে বৃষ্টিতে জনজীবন অতিষ্ঠ। এমতাবস্থায় গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা শহরস্থ থানার সামন থেকে পৃর্বে ১৩০ মিঃ রাস্তার ঢালাইয়ের কাজ শুরু করেন সংশ্লিষ্ট ঠিকাদার "মের্সাস সাফা এন্টারপ্রাইজ " ও এলজিইডি'র উপ-সহকারী প্রকৌশলী মশিউর রহমান। এ সময় উপজেলা প্রকৌশলী মেনাজ ও উপস্থিত ছিলেন। এডিপি প্রকল্পের আওতায় ৫ লক্ষ টাকা ব্যয়ে অতি তড়িঘড়ি করে যেনতেন ভাবে বৃষ্টিতে কাজ করার বিষয়টি সচেতন এলাকাবাসীর বোধগম্য নহে।
এ ব্যাপারে সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসারকে মুঠো ফোনে জিজ্ঞাসা করলে তিনি বলেন-এটা প্রকৌশলী সাহেব বলতে পারবেন। অন্যদিকে উপজেলা প্রকৌশলী মেনাজকে জিজ্ঞাসা করলে তিনি, কাজ শুরুতে বৃষ্টি ছিলনা বলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যান। এ ছাড়াও উক্ত প্রকৌশলী মোঃ মেনাজ দায়িত্ব গ্রহনের পর থেকে সাদুল্যাপুর উপজেলায় সন্তোষজনক এলজিইডি'র কাজ বাস্তবায়ন ও তদারকি হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
সচেতন মহল বলছেন, বৃষ্টির মধ্যে রাস্তার সিসি ঢালাই কতটুকু মানসম্মত হবে তা আমাদের ভাবিয়ে তোলে। তাছাড়া যেনতেন ভাবে দায়সারা কাজ কেন করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় বুঝিয়ে দেয় উন্নয়ন কাজের কতটুকু বাস্তবায়ন হচ্ছে। এহেন কর্মকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat