রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গায় ১০৫ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। শনিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব।
র্যাব-১২ জানায়, শুক্রবার (২৩ আগস্ট) রাত ২টার দিকে সদর কোম্পানির একটি চৌকস দল সলঙ্গা থানাধীন রাজশাহী-ঢাকাগামী মহাসড়কের উত্তর পাশে নুর জাহান হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ১০৫ গ্রাম হেরোইনসহ এক নারীকে আটক করা হয়। তার কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ সাতশ টাকা জব্দ করা হয়েছে।
র্যাব আরও জানায়, আটক নারী দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে বাসযোগে হেরোইন বহন করত এবং তা নিজ হেফাজতে রেখে ময়মনসিংহসহ আশপাশের এলাকায় সরবরাহ করত।
গ্রেপ্তারকৃত নারী হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বালুর চর গ্রামের মো. উলাল উদ্দিনের মেয়ে মোছাঃ রেকশোনা বেগম (৩২)।
এ ঘটনায় সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-১২’র সদর কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat