সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গায় এক সাংবাদিকের প্রয়াত পিতার স্মরণে আয়োজিত হয়েছে দোয়া মাহফিল। বুধবার (৩০ জুলাই) বাদ আছর সলঙ্গা দিগর নূরানী হাফিজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় এ মাহফিল।
স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজক ছিলেন জাতীয় দৈনিক ভোরের দর্পণ ও সিরাজগঞ্জের বহুল প্রচারিত দৈনিক কলম সৈনিক পত্রিকার সলঙ্গা প্রতিনিধি এবং সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক হোসেন আলী।
তার মরহুম পিতা ইসহাক আলী প্রামাণিকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সাংবাদিক, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীসহ এলাকার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা আব্দুল ওহ্হাব। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং উপস্থিত সকলের জন্য কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
প্রসঙ্গত, সলঙ্গা থানার বওলাতলা গ্রামের বাসিন্দা ইসহাক আলী প্রামাণিক ছিলেন একজন ধর্মভীরু, সদালাপী ও সমাজসেবী মানুষ। তিনি ২০২৪ সালের ৩০ জুলাই ইন্তেকাল করেন।
মরহুমের আত্মার মাগফিরাত কামনায় পরিবার, স্বজন ও এলাকাবাসীর পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat