সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গায় হঠাৎ করেই বেড়েছে সবজির দাম। একটানা বৃষ্টি, সরবরাহে ঘাটতি, পরিবহন খরচ বৃদ্ধি ও নানা সমস্যাকে কারণ হিসেবে উল্লেখ করছেন বিক্রেতারা। আজ সোমবার সাপ্তাহিক বড় হাট সলঙ্গার কাঁচাবাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।
বাজারে সবজির দাম অনেকটাই বেড়ে গেছে। যেমন,৫০ টাকার বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকায়,
২০ টাকার পটল ২৫ টাকায়,১০ টাকার কাঁচকলার দাম ২০ টাকা,০ টাকার কাঁচা মরিচ ১২০ টাকা,৪০ টাকার খীরা ৬০ টাকা,২০ টাকার পোল্লা ৪০ টাকা,২০ টাকার পেঁপে ৪০ টাকা,৯০ টাকার রসুন ১১০ টাকা,২০ টাকার কুমড়ার পিস বিক্রি হচ্ছে ৪০ টাকায় বাজারে আসা ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে জানান, নানা অজুহাতে কয়েকদিন ধরে সবজির দাম লাগামহীনভাবে বেড়েই চলেছে। কেউ কেউ বলছেন, “সবজির বাজারে এলেই এখন পকেট খালি হয়ে যাচ্ছে।”
অন্যদিকে, অনেক বিক্রেতা বলছেন, মূল মোকামেই সবজির দাম চড়া। কেউ কেউ বলছেন, কিছু সবজির মৌসুম শেষের দিকে হওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে। নতুন সবজি বাজারে না আসা পর্যন্ত এই চড়া দাম কিছুদিন স্থায়ী হতে পারে বলে তাদের ধারণা।
তবে আশার কথা হলো, এবার আলু, পেঁয়াজ, ব্রয়লার মুরগি ও ডিমের দাম তুলনামূলকভাবে স্থিতিশীল আছে, যা ক্রেতাদের খানিকটা স্বস্তি দিচ্ছে। পাশাপাশি মুদি দোকানের তেল, চিনি, ডাল, আটা-ময়দাসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রও আগের দামে কেনা যাচ্ছে।
ক্রেতারা অভিযোগ করেছেন, বাজারে মনিটরিং না থাকায় সবজির দাম উঠানামা করছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সলঙ্গার বাজারে স্থিতিশীলতা আনতে ভ্রাম্যমাণ অভিযান চালানোর জোর দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat