নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গায় যৌতুকের টাকা না পেয়ে
অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি দিয়ে সন্তান নষ্ট করার অভিযোগ উঠেছে স্বামীর সাগর আহম্মেদের বিরুদ্ধে।
এ ঘটনায় মোছা: সাথী খাতুন (২০) তার স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে প্রকাশ, প্রায় চার বছর আগে তিন লাখ টাকা কাবিনমূলে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের আগরপুর গ্রামের বাসিন্দা আব্দুল হান্নান আকন্দের মেয়ে মোছা: সাথী খাতুনের সঙ্গে একই গ্রামের আব্দুল আজিজের ছেলে সাগর আহম্মেদের বিয়ে হয়। বিয়ের পর তাদের সুখের সংসারে দিন কাটতে থাকে।
এরই মাঝে সাম্প্রতিক সময়ে সাগর আহম্মেদ তার বাবা আব্দুল আজিজ ও মা নূরজাহান বেগমের প্ররোচণায় বিদেশে যাবার জন্য চার লাখ টাকা যৌতুক দাবি করে। এতে সাথী খাতুন রাজি না হলে তার উপর নেমে আসে শারিরীক নির্যাতন।
এ ছাড়াও সাগর আহম্মেদ তার স্ত্রী কে এই বলে হুমকি দিতে থাকে তাকে তালাক দিয়ে অন্য মেয়ে কে বিয়ে করবে।
গত ৮ জুলাই এ নিয়ে স্বামী স্ত্রীর মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে সাথী কে পেটে লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দেয় সাগর। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন সাথী খাতুন। পরে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তারা জানায়, তিন মাসের অন্তঃসত্ত্বা সাথীর পেটের বাচ্চা নষ্ট হয়ে গেছে।
চিকিৎসা শেষে সাথী খাতুন আজ সোমবার (১৪ জুলাই) বাদী হয়ে তার স্বামী, শ্বশুড় ও শ্বাশুড়ী কে আসামী করে সলঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মামলার পরপরই আসামীরা পালিয়ে যায় ।
সাথী খাতুন বলেন, যৌতুকের কারণে তার উপরে অমানুষিক নির্যাতন করা হয়েছে। এছাড়াও তার স্বামীর রয়েছে একাধিক নারীর সাথে অবৈধ সম্পর্ক। তিনি তার উপর নির্যাতনের বিচার দাবি করেন।
অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ প্রসঙ্গে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো: হুমায়ন কবির বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat